• মালদ্বীপ প্রেসিডেন্টকে ফোন করে ‘অর্থ সহায়তার’ আশ্বাস পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত এবার তার সাধারণ বাজেটে মালদ্বীপের জন্য সাহায্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে। এরপরই মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে ফোন করেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।সংবাদমাধ্যমের খবর, বাজেটে মালদ্বীপকে সাহায্যের বরাদ্দে কিছুটা কাটছাঁট করা হয়েছে। বৃহস্পতিবার ২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।নতুন বাজেটে দেখা গেছে, মালদ্বীপের জন্য অর্থ বরাদ্দ আগের বছরের তুলনায় ২২ শতাংশ কমানো হয়েছে। ২০২৩-২৪ সালের বাজেটে দেশটির জন্য ৭৭০.৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল ভারত। তবে ২০২৪-২৫ সালের বাজেটে তা কমে হয়েছে ৬০০ কোটি টাকা।বরাদ্দ কমানোর পরের দিন মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোন করেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। এ সময় উভয়ের মধ্যে বেশকিছুক্ষণ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়। তাঁরা দুই দেশের সম্পর্ককে জোরদার করতে আলোচনা করেন। একপর্যায়ে আনোয়ারুল হক কাকার মালদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “দেশটির উন্নয়নের প্রয়োজনে অর্থ সাহায্য করবে পাকিস্তানও।”মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে পাকিস্তানের এই আশ্বাসের কথা জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)