• ‌বাংলার পর ইংরেজি, ঘটনাস্থল সেই মালদা, প্রশ্নপত্র পাচার করে ধরা পড়ল ছয় পরীক্ষার্থী...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলার পর ইংরেজির প্রশ্নপত্রের ছবিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল সেই মালদা জেলা। শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই মালদা জেলার এনায়েতপুর হাইস্কুল থেকে ওই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। ঘটনায় যুক্ত থাকা ছ’জন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে। তাদের মধ্যে চার জন ছাত্র এবং দু’জন ছাত্রী। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে কৌশল করে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড লাল কালি দিয়ে কেটে দিয়েছিল অভিযুক্ত পরীক্ষার্থীরা। তবে তাতে লাভ হয়নি। কিউআর কোডের উপর থাকা লাল কালি মুছে ওই ছয় পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাদের সব পরীক্ষা বাতিল করেছে পর্যদ। জানা গেছে, মালদার অভিযুক্ত পরীক্ষার্থীরা লাল কালি দিয়ে কিউআর কোড ঢেকে দেওয়ার চেষ্টা করলেও বিশেষ প্রযুক্তিতে তা মুছে ফেলে পর্ষদ। এর পর কিউআর কোড স্ক্যান করে পর্ষদ কর্মীরা জানতে পারেন, কোন জায়গার কোন পরীক্ষার্থীর হাতে ওই প্রশ্নপত্র পড়েছে। এরপরই পদক্ষেপ করে পর্ষদ। প্রসঙ্গত, প্রশ্নপত্র লিক হওয়া আটকাতে এবার প্রতি প্রশ্নপত্রেই আলাদা কিউআর কোড রয়েছে। ফলে কোন পরীক্ষার্থী কোন প্রশ্নপত্র পেয়েছে, তা পর্ষদ সহজেই চিহ্নিত করে ফেলেছে। এইভাবেই বাংলা পরীক্ষার দিন মালদার দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। এদিন চিহ্নিত করা হল আরও ছ’‌জন পরীক্ষার্থীকে। অভিযুক্তদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)