• ১০০ দিনের কাজে বঞ্চিত ২১ লক্ষ শ্রমিকের বকেয়া ২১ ফেব্রুয়ারি : মমতা ...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। শনিবার রেড রোডের ধর্নামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ১০০ দিনের টাকা পাওয়া থেকে বঞ্চিত রাজ্যের ২১ লক্ষ শ্রমিকের টাকা রাজ্য সরকার দেবে। তিনি বলেন, "২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার এই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।" একইসঙ্গে তিনি জানান, আবাস যোজনার বাড়ি যারা পাননি তাঁরাও বাড়ি পাবেন। মমতার আশ্বাস, বাংলার গরিব মানুষ বঞ্চিত হবেন না।  রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা মমতার এই ঘোষণা সম্পর্কে বলেন, "চুরির মাল ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করেছে তৃণমূল। গচ্চা দেবে জনগণ। কারণ, রাজ্য সরকারের টাকা মানে সেটা জনগণেরই টাকা।" কেন্দ্রের বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার ছিল এই ধর্নার দ্বিতীয় দিন। সামিল হয়েছিলেন ১০০ দিনের কাজ করেও টাকা না পাওয়া শ্রমিকরা।  এদিন তাঁদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে মমতা বলেন, "২ বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। কেন্দ্র টাকা না দিলেও নিজেদের টাকায় রাজ্য শ্রমদিবস তৈরি করেছে। কেন্দ্রের ভিক্ষা চাই না।" এদিনও মমতা জানিয়েছেন, রাজ্যে তিনি এনআরসি এবং সিএএ করতে দেবেন না। গত নির্বাচনের আগে তৃণমূলের তরফে স্লোগান তোলা হয়েছিল, "খেলা হবে"। শনিবার তৃণমূল নেত্রীও বলেন, "অল আউট খেলা হবে"।
  • Link to this news (আজকাল)