• পেনাল্টি ছিল না, তবে দলের খেলায় খুশি: হাবাস
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • কৌশিক রায়: বিতর্কিত পেনাল্টি, ডার্বি ড্র। তবে দলের খেলায় আমি খুশি। ডার্বির পর সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন বাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। এদিন তিনি বলেন, "দলে প্রচুর চোট রয়েছে। আনোয়ার দলের সঙ্গে পুরো ট্রেনিং করেছে। ম্যাচ ফিট ছিল, কিন্তু চোট পেয়ে গেল। ব্র্যান্ডনও চোট পেয়েছে। দুজনের অবস্থা খতিয়ে দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" দুবার এগিয়ে থেকেও সমতা ফিরেছে সবুজ মেরুন। ম্যাচে বেশ কয়েকবার গোলের সামনে গিয়েও মুখ খুলতে পারেনি স্ট্রাইকাররা। টিমের মনোবল নিয়ে প্রশ্ন করায় হাবাস বলেন, "সমর্থকদের কথা ভেবে জেতার জন্য নেমেছিলাম। ড্র হয়েছে, তবে সমর্থকদের কথা ভেবে খুশি। পরিস্থিতি বিচার করে বারবার পরিকল্পনা বদলাতে হয়েছে।"ইস্টবেঙ্গল ম্যাচের পর ২০ পয়েন্টে রয়েছে বাগান ব্রিগেড। পরের ম্যাচ হায়দরাবাদ। সেই প্রসঙ্গে এদিন হাবাস জানান, "বাকি থাকা সব ম্যাচ এখন জেতাটাই আমাদের লক্ষ্য। লম্বা লিগ, এখনও অনেক ম্যাচ পড়ে রয়েছে। লড়াই চালিয়ে যেতে হবে।" এদিন ড্রয়ের পর এখনও পর্যন্ত ডার্বিতে অপরাজিত রইলেন হাবাস। এদিনের খেলায় কী মনে হল? মোহনবাগানের কি জেতা উচিত ছিল? হাবাস জানালেন, "মাত্র চারদিন সময় পেয়েছি পুরো টিমের সঙ্গে ট্রেনিং করার। তারপরেও দল যা খেলে তাতে আমি খুশি।" তবে প্রশ্ন থেকে গেল বুমোসকে নিয়ে। আদৌ তিনি চোট পেয়েছেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে নিয়ে সেই বিষয়েও মুখ খুলতে চাইছে না বাগান ম্যানেজমেন্ট।
  • Link to this news (আজকাল)