Income from Farming: বাড়িতেই কারবার, কম খরচে দ্রুত বিপুল আয়, বেকারদের বিরাট দিশা দেখাচ্ছেন দম্পতি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
Income from Farming:
অভূতপূর্ব তৎপরতায় বিপুল সাফল্য দম্পতির। বাড়িতেই নয়া এক তৎপরতায় লেগে থেকে প্রশ্নাতীত সাফল্য পেয়েছেন তাঁরা। চটজলদি মোটা টাকা রোজগার (Income) করতেও শুরু করে দিয়েছেন এই দম্পতি। তাঁদের নিদারুণ এই প্রয়াস দেখে এলাকার বেকার তরুণ-তরুণী-সহ অনেকেই রীতিমতো আকৃষ্ট হচ্ছেন। কীভাবে এই কারবারে নামা যায় সেব্যাপারে উদ্যোগী হচ্ছেন তাঁরাও। এককথায় পুরাতন মালদার (Malda) এই এলাকায় নতুন এই কাজে নেমে বেকারদের দিশা দেখাচ্ছে এই দম্পতি।