• ভারী তুষারপাতে কমলা সতর্কতা হিমাচল প্রদেশে, বন্ধ ৫০০-র বেশি রাস্তা ...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারির শুরু থেকেই ভারী তুষারপাত হিমাচল প্রদেশ জুড়ে। টানা কয়েকদিনের তুষারপাতে কয়েক ফুট বরফের চাদরে ঢাকা পড়েছে একাধিক জেলা। বন্ধ জাতীয় সড়ক সহ বহু রাস্তা। ব্যাহত বিদ্যুৎ পরিষেবাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুইদিন ভারী তুষারপাত জারি থাকবে হিমাচলে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মাঝেই ৪ ফেব্রুয়ারি কুলু, চাম্বা, সিমলা এবং কিন্নর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাত চলবে। প্রশাসন সূত্রে খবর, হিমাচলে তুষারপাতের জেরে ৫০৪টি রাস্তা বন্ধ রয়েছে। সবেচেয়ে বেশি প্রভাব পড়েছে সিমলায়। এখানকার ২৫০টি রাস্তা বরফে ঢেকে গিয়েছে। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। রাজ্যের একাধিক এলাকা বিদ্যুৎহীন। রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে জোরকদমে। তবে খারাপ আবহাওয়ার কারণে একটানা কাজ করা সম্ভব হচ্ছে না।
  • Link to this news (আজকাল)