• ভারতীয় নৌ-বাহিনীতে যোগদান গার্ডেনরিচ শিপবিল্ডার্সের "আইএনএস সন্ধ্যক"-এর ...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৪ ডিসেম্বর গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিয়েছিল আন্তর্জাতিক মানের সবচেয়ে বড় সার্ভে ভেসেল "আইএনএস সন্ধ্যক"। ৪ ডিসেম্বর ভারতীয় নৌ-বাহিনী দিবসে তুলে দেওয়া হয়েছিল এই জাহাজটি। দেশী প্রযুক্তিতে তৈরি এই জাহাজ ভারতীয় নৌবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত সমুদ্রগর্ভে নানা বিষয়ে গবেষণার কাজে লাগে এই জাহাজ। ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ঊপস্থিতিতে নৌ-বাহিনীতে যোগদান করল "আইএনএস সন্ধ্যক"। নৌ-বাহিনীর পক্ষ থেকে স্বাগত জানানো হয় আন্তর্জাতিক মানের সার্ভে ভেসেল "আইএনএস সন্ধ্যক"-কে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদার করতে জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নৌ-বাহিনীর প্রধান জানান ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর হয়ে উঠবে ভারতীয় নৌ-বাহিনী। "বিকশিত ভারত" গড়ে তোলার লক্ষ্যে ভারতের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল নৌ-বাহিনী। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সয়ের মধ্যে ছয় দশকেরও বেশি সময় ধরে সহযোগিতার কথা বলেন কমোডোর পি আর হরি।
  • Link to this news (আজকাল)