• এমএলএ হস্টেলে উদ্ধার বিধায়কের দেহরক্ষীর দেহ
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিধায়কের দেহরক্ষীর রহস্য মৃত্যু। মৃতের নাম জয়দেব ঘরাই। তিনি বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী ছিলেন। শনিবার জয়দেবের দেহ কলকাতায় এমএলএ হস্টেল থেকে উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত জয়দেব পুরুলিয়া জেলা পুলিশে কর্মরত ছিলেন। যদিও তিনি আত্মহত্যা করেছেন না অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে। দেহ উদ্ধারের পর এদিন এমএলএ হস্টেলে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে আসেন ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায়। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, তাঁরা খতিয়ে দেখছেন ওই ব্যক্তির সঙ্গে কারও ঝগড়া হয়েছিল কিনা বা তিনি উঁচু থেকে পড়ে গেছেন নাকি তাঁকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেইসঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছে পুলিশ।
  • Link to this news (আজকাল)