Congress On Modi: মণিপুর নয় কেন? মোদীর অসম সফরের মাঝেই কংগ্রেসের খোঁচা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
মণিপুর নয় কেন? মোদীর অসম সফরের মাঝেই প্রশ্ন তুলে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, প্রতিবেশী রাজ্য মণিপু্রে না গিয়ে অসম সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য মোদীকে কটাক্ষ করেছেন তিনি। গত বছরের মে মাস থেকে জাতিগত সংঘাতে উত্তপ্ত মণিপুর।