বিজেপির বিরুদ্ধে আপ বিধায়ক কেনার অভিযোগের ভিত্তিতে অ্যাকশনে দিল্লি পুলিস। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাকে নোটিস দিয়ে আসেন। আজ রবিবার সকাল দেশের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির মন্ত্রী অতীশিকে নোটিস দিতে তাঁর বাসভবনে পৌঁছেছেন। বিধায়ক কেনা-বেচার অভিযোগে আপ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে রাজনীতি তুঙ্গে।