• কাটল রানের খরা, ইংরেজ বোলারদের পিটিয়ে দ্বিতীয় টেস্টে শতরান শুভমান গিলের...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে রানের খরা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন শুভমান গিল। বহুদিন ধরেই রানের মধ্যে ছিলেন না। শুরুর দিকে আশা জাগিয়েও বারে বারে ফিরতে হচ্ছিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হন। সেই ইনিংসেই বেশকিছু ভালো শট মারতে দেখা যায় শুভমানকে। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর শক্ত হাতে হাল ধরেন গিল। কঠিন সময়ে দলের হয়ে শতরান এল গিলের ব্যাট থেকে। শতরান করতে তিনি মেরেছেন ১১ টি চার এবং ২ টি ছয়। স্ট্রাইক রেট সত্তরের উপরে। দ্রুত রান তোলার পাশাপাশি ভারতের লিডকে টেনে নিয়ে যান গিল। টেস্ট ক্রিকেটের আসরে এটি শুভমানের তৃতীয় শতরান। বহুদিন ধরেই গিলের সঙ্গে পূজারার তুলনা টানছিলেন বিশেষজ্ঞরা। গিল বারবার ব্যর্থ হওয়ায় উঠছিল নানা প্রশ্নও। তবে সমস্ত সমালোচনার জবাব দিয়ে শতরানে ঝলমল শুভমান গিল। 
  • Link to this news (আজকাল)