• নজরে মুসলিম ভোট, লোকসভা নির্বাচনের আগে নয়া ভাবনা বিজেপির
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নজরে মুসলিম ভোট। লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মুসলিম ভোটারদের সঙ্গে সংযোগ আরও নিবিড় করতে নতুন উদ্যোগ নিতে চলেছে গেরুয়া শিবির। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্র গুলিতে ভোটারদের নজরে রেখে বিজেপির সংখ্যালঘু সেল তৈরি হচ্ছে কোয়ামি চৌপাল-এর জন্য। ৪হাজারের বেশি গ্রাম জুড়ে কর্মসূচি, শোনা হবে ভোটারদের কথা, সুবিধা, অসুবিধার কথা। মুজাফফরনগর জেলার কাসেরওয়া গ্রাম থেকে, ১০ ফেব্রুয়ারি শুরু হবে এই প্রচার কর্মসূচি। গ্রাম গুলিতে গিয়ে সংখ্যালঘু সেল, সংখ্যালঘু মোর্চার নেতারা জনগনকে বোঝাবেন সরকারের কর্মসূচি, উদ্যোগের কথা। জনগন এই সময়ে দাঁড়িয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেইসব সম্পর্কেও বিস্তারিত জানতে চাইবেন তাঁরা। মূল উদ্দেশ্য, সংখ্যালঘু ভোটারদের গেরুয়া শিবিরের সঙ্গে আরও বেশি করে যুক্ত করা। ২০১৯ লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির পশ্চিম উত্তরপ্রদেশের ২৬টি লোকসভা আসনের মধ্যে ১৯টি জিতেছিল। বাকি আসনগুলি গিয়েছিল সমাজবাদী এবং বহুজন সমাজবাদী পার্টির জোটের ঝুলিতে। তবে আরও বেশি আসন লক্ষ্য গেরুয়া শিবিরের গোটা উত্তরপ্রদেশ জুড়েই। সেই কারণেই সময় থাকতেই উদ্যোগ নিচ্ছে বিজেপি।
  • Link to this news (আজকাল)