• অখিলেশের মান ভাঙাতে মরিয়া কংগ্রেস শিবির
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বক্তব্য ঘিরে বিতর্ক। তিনি বলেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান দেওয়ার আমন্ত্রণ তিনি পাননি। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সামজবাদী পার্টি। তিনি আরও বলেন, প্রধান সমস্যা হল যেকোনও বড় ইভেন্ট হয়ে যাওয়ার বহু পর তা জানা যায়। এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ আসেনি। এরপরই আসরে নামেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঠিক রুট এখনও তৈরি করা হয়নি। আগামী দু-একদিনের মধ্যে তা হয়ে যাবে। এরপরই সমাজবাদী পার্টির কাছে যাত্রায় যোগদান করার আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কিছুটা ব্যাকফুটে ইন্ডিয়া জোট। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসের সঙ্গে কোনও আসনরফা করবেন না। এরপর ঝাড়খণ্ডে রাহুলের যাত্রায় যোগদান করেন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া চম্পাই সোরেন। এবার বেসুরো অখিলেশের মান ভাঙাতে মরিয়া কংগ্রেস শিবির।  
  • Link to this news (আজকাল)