• বিমান ছাড়তে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিমান ছাড়তে দেরি হওয়ায় কলকাতা বিমানবন্দরে তুমুল বিক্ষোভ। জানা গিয়েছে, সকাল ৮টা নাগাদ কলকাতা থেকে তেজপুরের উদ্দেশে বিমান ছাড়ার কথা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিমান ছাড়া হবে দুপুর একটা নাগাদ। অর্থাৎ, পাঁচ ঘণ্টা দেরিতে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের বক্তব্য, এটা শুধু একদিনের ঘটনা নয়। প্রায় দিনই তেজপুরগামী এই বিমানটি দেরি করে ছাড়ছে। ৮টা নাগাদ ছাড়ার কথা থাকলেও কোনোদিন বলা হচ্ছে বারোটা, তারপর সাড়ে বারোটা তারপর একটা নাগাদ ছাড়া হবে। অনেক যাত্রীদের কানেকটিং বিমান ধরার থাকে। বিক্ষোভ দেখিয়েছেন তাঁরাও। অভিযোগ, দেরি করে বিমান ছাড়ার কথা ঘোষনা করার পর যখন বিক্ষোভ দেখানো হয় তখন সংস্থার তরফে বলা হয় অসুবিধা হলে টিকিট বাতিল করে দিতে। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বাক্য বিনিময় হতে থাকে সংস্থার কর্মীদের সঙ্গে যাত্রীদের।
  • Link to this news (আজকাল)