Irfan Pathan Safa Baig: পর্দার মধ্যে আর নয়, প্রকাশ্যে মুখ দেখালেন পাঠানের স্ত্রী! হাঁ করে দেখল দুনিয়া
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
Irfan Pathan Safa Baig wedding anniversary:
দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন। ক্রিকেট মহলে তো বটেই গোটা দেশ জুড়েই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাফা বেইগ। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক জনসমক্ষে কখনই পর্দার আড়াল ছাড়েননি। কে তিনি? ইরফান পাঠানের স্ত্রী।