• বরাদ্দ কম আদম সুমারিতে, বৃদ্ধি এসপিজিতে
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ভোট অন অ্যাকাউন্টে কমানো হয়েছে বরাদ্দ। ফলে প্রথম আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও আদম সুমারি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ২০২১ সাল থেকে বকেয়া রয়েছে আদম সুমারি। প্রথমে করোনা এবং লকডাউনের জন্য আদম সুমারি পিছিয়ে দেওয়া হয়। তারপর ফের অজ্ঞাত কারণে স্থগিত করে দেওয়া হয় জনগণনা। এবারের ভোট অন অ্যাকাউন্টে বরাদ্দ কমিয়ে দেওয়ায় স্পষ্ট, আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেও আদম সুমারি হওয়ার কোনও সম্ভাবনা নেই।২০২৩-২৪ আর্থিক বছরের জনগণনা ও পরিসংখ্যান খাতে বরাদ্দ করা হয়েছিল ১,৫৪৬.৬৫ কোটি টাকা। যদিও গত বৃহস্পতিবার পেশ করা ভোট অন অ্যাকাউন্টে এই খাতে ১,২৭৭.৮০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র এবং ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল নেটওয়ার্কিং সিষ্টেমস বা সিসিটিএনএসের জন্য বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়েছে। যে তিন ক্রিমিনাল বিল কার্যকর হতে চলেছে, তা কার্যকর করা হবে সিসিটিএনএসের মাধ্যমেই। এই খাতে ২০২৩-২৪ সালে ২২১ কোটি টাকা থেকে বাড়িয়ে ভোট অন অ্যাকাউন্টে ৫২০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। সাইবার ক্রাইমের ক্ষেত্রে ৯৪ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ভোট অন অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকার কথা উল্লেখ করা হয়েছে। সিএপিএফ সহ কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে ১.৩২ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে ভোট অন অ্যাকাউন্টে। এছাড়াও মন্ত্রিসভা, ক্যাবিনেট সচিবালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের খরচ চালানোর জন্য ১,২৪৮.৯১ কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির জন্য গত আর্থিক বছরের বরাদ্দের থেকে কম অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। দিল্লি পুলিশের জন্য বরাদ্দ কমানোর উল্লেখ রয়েছে ভোট অন অ্যাকাউন্টে। তবে বৃদ্ধির কথা বলা হয়েছে এসপিজি খাতে বরাদ্দ।
  • Link to this news (আজকাল)