• বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব! কী বলছেন আপ সুপ্রিমো'
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের রাজধানী রাজনীতি নিয়ে চর্চা অব্যাহত। এসবের মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো দাবি করেছেন, তাঁর দলের বিধায়কদের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে দিল্লি পুলিশ আপ সুপ্রিমোকে তাঁর দাবির পক্ষে প্রমাণ পেশ করতে বলেছে। রবিবার কেজরিওয়াল বলেন, " তারা বলছে বিজেপিতে আসুন, সমস্যা হবে না। ওরা আমাকে বিজেপিতে যোগ দিতে বলছে। আমি বলে দিয়েছি, আমি কখনও বিজেপিতে যোগ দেব না। মাথা নওয়াব না" সঙ্গেই তিনি বলেন, তাঁর দল স্কুল, হাসপাতাল, ক্লিনিক, রাস্তাঘাট উন্নত করার যে চেষ্টা করেছ তাতে ভুল কী? রবিবার দিল্লির কিরারিতে দুটি স্কুল ভবনের শিলান্যাস করেন তিনি। সেখানেই বলেন, সমস্ত চেষ্টার পরেও সেখানকার উন্নয়ন থেমে থাকবে না। কেজরিওয়াল বলেন, স্কুল তৈরির জন্য সিসোদিয়াকে জেলে পাঠানো হয়েছিল, ক্লিনিক তৈরির জন্য জেলে গিয়েছেন সত্যেন্দ্র। তাঁকে জেলে পাঠানো হলেও দিল্লির মানুষের জন্য উন্নয়ন বন্ধ হবে না বলেও এদিন উল্লেখ করেন আম আদমি পার্টির সুপ্রিমো।
  • Link to this news (আজকাল)