• সোমে শক্তিপরীক্ষা সোরেনের, তার আগেই হেমন্তকে নিয়ে অসন্তোষ বিধায়কের কথায়! ...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারের পর এখন নজরে ঝাড়খণ্ড। বিধানসভায় চম্পাই সোরেনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগেই হেমন্ত সোরেনকে নিয়ে অসন্তোষ শোনা গেল জেএমএম-এর বিধায়কের গলায়। বিহারে ২৪ ঘণ্টার মধ্যেই পুরনো সরকারের পতন, নতুন সরকারের মুখ্যমন্ত্রীর শপথ দেখেছে দেশ। ঠিক তার পরেই আলোচনায় ঝাড়খণ্ড। জমি দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, গ্রেপ্তারির আগেই ইস্তফা দেন হেমন্ত। তারপর ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে চম্পাই সোরেনকে। সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় শক্তিপরীক্ষা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর এই শক্তিপরীক্ষায় আস্থাভোট দিতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ইতিমধ্যেই ৪০ জন বিধায়ককে ঝাড়খণ্ড থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। তাঁদের সোমবার একটি বিশেষ বাস করে নিয়ে আসা হবে ঝাড়খণ্ড বিধায়সভায়। তার আগেই অসন্তোষের সুর দলের ভেতরেই। বরিও আসনের বিধায়ক লবিন হেমব্রম বলছেন, তিনি এর আগে বারবার হেমন্ত সোরেনকে সতর্ক করেছিলেন। বোঝানোর চেষ্টা করেছিলেন, তাঁর আশেপাশের লোকজন আদতে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু হেমন্ত তাঁর কথায় কর্ণপাত করেননি। উল্টে বলেছিলেন তিনি ভুল ভাবছেন এবং বিরোধীদের কথা বলার সুযোগ করে দিচ্ছেন। সঙ্গেই তাঁর বক্তব্য, হেমন্ত যদি তখন তাঁর কথা শুনতেন, তাহলে আজ এই দিন দেখতে হত না। রাজ্যবাসীর প্রতি জেএমএম-এর একগুচ্ছ প্রতিশ্রুতি প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। যে সমস্যার সমাধানে জন্য তাঁদের এতদিনের লড়াই, তার অনেকগুলি আজও সমাধান হয়নি বলে আক্ষেপ বিধায়কের গলায়। সূত্রের খবর, জেএমএম-এর সঙ্গে সমস্ত সম্পর্কও ত্যাগ করতে চলেছেন তিনি।বিধানসভায় আস্থা ভোটের আগে বিধায়কের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (আজকাল)