• রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: রেলে চাকরি দেওয়ার নামে দশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে ধনেখালি থানা। অভিযুক্ত প্রৌঢ়র নাম নিশিকান্ত জানা।পুলিশ সূত্রে খবর, প্রতারণার শিকার ধনেখালী থানার দশঘড়ার বাসিন্দা শেখ জাকির। বছর দুয়েক আগে তিনি তাঁর ছেলের চাকরির জন্য দশ লক্ষ টাকা দেন নিশিকান্ত জানাকে। অভিযোগ সেই চাকরি হয়নি, টাকাও ফেরত দেননি নিশিকান্ত। দশঘরা বাজারে দোকান রয়েছে শেখ জাকিরের। সেই দোকানেই জাকিরের সঙ্গে পরিচয় হয় নিশিকান্ত ও তাঁর স্ত্রীর। রেল স্কুল সহ বিভিন্ন সরকারি দপ্তরে টাকা দিলেই চাকরি করে দিতে পারবেন বলে জানান ওই দম্পতি। এরপর ছেলের চাকরির জন্য ধাপে ধাপে মোট দশ লক্ষ টাকা দেন জাকির। ছেলের রেলে চাকরি হয়নি। একাধিকবার টাকা ফেরত চেয়েছেন, পাননি। ছমাস আগে ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের করেন শেখ জাকির। শনিবার মোবাইলের সূত্র ধরে হাওড়ার নিশ্চিন্দা থেকে নিশিকান্ত জানাকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।প্রতারিত শেখ জাকির বলেন, স্নাতক ছেলের চাকরির জন্য তিনি দশ লক্ষ টাকা দিয়েছিলেন। বর্ধমানে নিয়ে গিয়ে তাঁকে এক জনের সঙ্গে কথাও বলিয়েছিল। অনেক পরে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। 
  • Link to this news (আজকাল)