• সরকারি কর্মীদের ধর্না মঞ্চ খুলে ফেলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৩৭৪ দিন ধরে তিন দফা দাবি নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, স্বচ্ছ নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে অবস্থানে সরকারি কর্মীরা। অন্যদিকে, ৫০০ মিটার দূরত্বে রেড রোডে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্না দিয়েছেন। সেই মঞ্চের উল্টোদিকে ধর্নার অনুমতি চেয়ে সেনাবাহিনীকে চিঠি পাঠিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এখনও সেটার উত্তর মেলেনি। এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশে বিরুদ্ধে। অভিযোগ, মুখ্যমন্ত্রী পুলিশকে বলে তাদের মঞ্চ খুলিয়ে দিতে চাইছেন। ইতিমধ্যেই, ওপরের ত্রিপল খুলে ফেলা হয়েছে মঞ্চ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মঞ্চ খুলে ফেলার নোটিশও দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তা দিতে পারেনি বলে জানা গিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহবায়ক ভাস্কর ঘোষ আজকাল ডট ইনকে জানান, "যাই হয়ে যাক না কেন ধর্না, অবস্থান বিক্ষোভ কোনোভাবেই আমরা তুলছি না।" মঞ্চের আর এক সদস্য রাজীব দত্তের বক্তব্য, "ওপরে ত্রিপল নেই। শীতের রাতে আমরা ধর্নামঞ্চে থাকব। ঠাণ্ডায় কেউ যদি প্রাণ হারান তাহলে তার দায়িত্ব কিন্তু নিতে হবে সরকারকে।"
  • Link to this news (আজকাল)