• Lovely Maitra: ‘দল থাকলেই রোজগার’, তৃণমূলের লাভলি-বচনে কটাক্ষের স্রোত বইয়ে দিচ্ছেন বিরোধীরা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • TMC Mla Lovely Maitra:

    এবার দলের বুথ কমিটির কর্মীসভায় সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক (TMC Mla) লাভলি মৈত্রের (Lovely Maitra) মন্তব্য ঘিরে তুমুল জলঘোলা শুরু। ‘ঠিক কথাই বলেছেন লাভলি’, শাসকদলকে টিপ্পনিতে ভরিয়ে দিয়ে সোচ্চার বিরোধীরা। দলের বুথ কমিটির ওই সভামঞ্চ থেকে এলাকার নেতা-কর্মীদেরও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তৃণমূলের এই তারকা বিধায়ককে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)