• উত্তরাখণ্ড মন্ত্রিসভায় পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অভিন্ন দেওয়ান বিধি নিয়ে আলোচনার মাঝেই উত্তরাখণ্ড মন্ত্রিসভায় পাশ হয়ে গেল তা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বাসভবনেই রবিবার বসে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা। গেরুয়া শিবির প্রথম থেকেই দাবি করেছে এই বিলের একাধিক সদর্থক দিক নিয়ে। দেশের প্রথম রাজ্য উত্তরাখণ্ড, যারা এই বিল পেশ করতে চলেছে বিধানসভায়। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই এই বিল পেশ হবে উত্তরাখণ্ডের বিধানসভায়। রাজনৈতিক মহল বলছে, মন্ত্রিসভায় পাশ করার পর এই বিল বিধানসভা অধিবেশনে পেশ করার পর, পাশ হয়ে যাবে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্যানেল শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কাছে চার খণ্ডে ৭৪০ পাতার ইউনিফর্ম সিভিল কোডের চূড়ান্ত খসড়া জমা দেন। জানা গিয়েছে এই বিল পাশ করার জন্যই উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
  • Link to this news (আজকাল)