• মালবাজারে উদ্ধার তৃণমূল নেতার দেহ, নিখোঁজ ছিলেন শুক্রবার থেকে...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর মালবাজারে উদ্ধার তৃণমূল নেতার দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। শাসক দলের অভিযোগের আঙুল গেরুয়া শিবিরের দিকে।যদিও বিজেপি ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছে। নিহত ওই তৃণমূল নেতার নাম সুনীল লোহার। রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগানের শ্রমিক নেতা তিনি। ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রের খবর, শুক্রবার থেকেই খোঁজ মেলেনি ওই নেতার। শনিবার দুপুর থেকে খোঁজ চালিয়ে রাত নাগাদ নেতার দেহ উদ্ধার করে পুলিশ। নিদাম চা বাগানের নিকটবর্তী এলাকাতেই উদ্ধার হয় দেহ। দেহ উদ্ধারের পর থেকেই উত্তাল হয় এলাকায় পরিস্থিতি। রবিবার এলাকার লোকজন মাল থানার সামনে সড়ক অবরোধ করেন। নিহত নেতার পরিবারের অভিযোগের তীর গেরুয়া শিবিরের নেতাদের দিকে। অভিযোগ, এলাকার গেরুয়া শিবিরের পঞ্চায়েত সদস্যরা খুন করেছে। সুনীলের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুজনকে পুলিশ আটক করেছে।
  • Link to this news (আজকাল)