Manua Majumdar: প্যারোলে মুক্ত মনুয়া, পরিবারের সঙ্গে দেখা করায় ছাড়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
Manua Majumdar:
পরিবারে সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হল স্বামী হত্যায় দোষী মনুয়া মজুমদারকে (Manua Majumdar)। ৬ ঘণ্টার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। জেলে থাকাকালীন ভালো ব্যবহার করছেন মনুয়া, তারই জেরে তাঁকে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে আদালত, এমনই খবর সূত্রের। সোমবার বারাসত থানা প্রথমে আনা হয়েছিল মনুয়া মজুমদারকে। থানা থেকেই পুলিশের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়িতে।