• Calcutta High Court: পুলিশ ছুঁতেই পারছে না নরেন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষককে, প্রচণ্ড ক্ষুব্ধ হাইকোর্ট
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • Calcutta High Court:

    নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষক নিগ্রহ কাণ্ডে এবার আরও কড়া কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ‘কেন গ্রেফতার করা হয়নি প্রধান শিক্ষককে’, ক্ষোভের সুরে রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচরপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik) পর ফের এই মামলার শুনানি হবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)