Cinema-Politics: পাঁচ জন মুখ্যমন্ত্রী, প্রত্যেকেই সিনেমা দুনিয়ার পরিচিত মুখ, ইতিহাসটা জানলে অবাক হয়ে যাবেন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
চলতি সপ্তাহের শুরুতে তাঁর রাজনৈতিক দল ‘তমিজহাগা ভেট্রি কাজাগাম’ চালু করেছেন তামিল তথা দক্ষিণী অভিনেতা ‘থালাপতি’ বিজয়। তামিল অভিনেতাদের রাজনীতিতে যোগদানের তালিকা বেশ দীর্ঘ। এই ঐতিহ্য কয়েক দশকের। এখানকার পাঁচ জন মুখ্যমন্ত্রীর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক আছে। সেই তালিকায় সাম্প্রতিকতম নাম বিজয়। জনগণের প্রতি বার্তায় বিজয় বলেছেন, তাঁর দল ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ব্যাপারে বিজয় বলেছেন, ‘আমি অত্যন্ত উদ্বিগ্ন। রাজনীতি কোনও পেশা না। এটা জনগণের প্রতি সেবার অংশ। দলীয় কর্মকাণ্ডে কোনও ব্যাঘাত না-ঘটিয়ে আমি জনসেবার জন্য রাজনীতি করতে চাই। নিজে সম্পূর্ণরূপে রাজনীতিতে নিমজ্জিত হতে চাই। একেই আমি তামিলনাড়ুর জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা ও কর্তব্য বলে মনে করি।’