Shubman Gill-Sara Tendulkar: যশস্বীর কীর্তিতে ৫ শব্দ, আর ‘জামাই’ গিলের জন্য ২ লাইন! ‘শ্বশুর’ শচীনের নিরীহ বার্তায় বেনজির শোরগোল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
Sachin Tendulkar-Shubman Gill:
সামান্য নিরীহ এক শুভেচ্ছা জানিয়েছিলেন। সেটাই যে হাসি-মস্করার বিষয় হয়ে দাঁড়াবে, ভাবতেই পারেননি শচীন রমেশ তেন্ডুলকার। অনেকদিন পর শুভমান গিল শতরান করেছিলেন। টেস্টে রানের মুখ দেখেননি বহুদিন। ভাইজ্যাগ টেস্টের আগে শুভমান গিলকে চরম সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফে। বলে দেওয়া হয়েছিল এই টেস্টে ব্যর্থ হলেই রঞ্জিতে ফেরত পাঠানো হবে তারকাকে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)