• Jharkhand Floor Test: হেমন্তর হিম্মত দেখল বিজেপি, আস্থাভোটে বাজিমাত চম্পাই সোরেনের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • Jharkhand CM Champai Soren:

    কেলেঙ্কারি প্রমাণ করলে, রাজনীতি ছেড়ে দেব।’ আস্থাভোটে যোগ দিতে ঝাড়খণ্ড বিধানসভায় এসে চ্যালেঞ্জ হেমন্ত সোরেন। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের সপক্ষে নথি পেশের দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজভবনের বিরুদ্ধেও সরব হন তিনি। এরপরই আস্থা ভোটে বাজিমাত করেন চম্পাই সোরেন। ৪৭-২৯ ভোটের ব্যবধানে সরকার টিঁকিয়ে রাখেন নয়া মুখ্যমন্ত্রী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)