• আবারও ইয়েমেনের ১৫ লক্ষ্যবস্তুতে আমেরিকা-ব্রিটেনের হামলা ...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। রবিবার রাতে ইয়েমেনের হুদায়দা ও সা’দা প্রদেশের ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন বাহিনী।সংবাদমাধ্যমের খবর, হুদায়দা প্রদেশের রাস ইসা জেলায় আটটি এবং আল-জায়দিয়া জেলায় তিনটি হামলা চালানো হয়। বাকি হামলাগুলো সা’দা প্রদেশের একাধিক জেলায় চালানো হয়েছে।ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে আমেরিকা ও ব্রিটেন।হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইজরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে।কিন্তু হুথি নেতারা বারবারই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসন বন্ধ করা। তাঁরা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইজরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে।
  • Link to this news (আজকাল)