• থানায় ঢুকে আচমকা হামলা জঙ্গিদের, পাকিস্তানে নিহত ১০ পুলিশকর্মী, আহত একাধিক ...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সাধারণ নির্বাচনের আগে উত্তাল পাকিস্তান। সোমবার এক থানায় ঢুকে আচমকা হামলা চালাল জঙ্গিরা। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১০ জন পুলিশকর্মী। আহত হয়েছেন ৬ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর ৩টে নাগাদ উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান পুলিশ থানায় এই ঘটনাটি ঘটেছে। থানায় বহু পুলিশকর্মী ছিলেন। সেই সময় ৩০ জন জঙ্গি হঠাৎ ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশও। জঙ্গিরা প্রথমে স্নাইপার ব্যবহার করে কনস্টেবলদের ওপর হামলা চালায়। এরপর তারা থানায় প্রবেশ করে। কয়েক ঘণ্টা পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলি যুদ্ধ চলতে থাকে। জঙ্গিদের হামলায় ১০ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় কোন জঙ্গি সংগঠন জড়িত, তা জানা যায়নি। পাকিস্তানে আগামী বৃহস্পতিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক দিনগুলোতে হিংসাও বেশ বেড়েছে।খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) আরশাদ হুসেন শাহ সোমবারের এই হামলার নিন্দা ও শোক জানিয়ে এক বিবৃতিতে বলেন, প্রদেশে শান্তির জন্য খাইবার-পাখতুনখাওয়ার পুলিশ ‘সর্বোচ্চ ত্যাগ’ স্বীকার করেছে এবং এই ধরনের কাপুরুষোচিত হামলা তাদের মনোবল নষ্ট করবে না।
  • Link to this news (আজকাল)