• চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত শতাধিক
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চিলিতে ভয়াবহ দাবানলে ১১২ জনের মৃত্যু হয়েছে। শত শত মানুষ এখনও নিখোঁজ। রাষ্ট্রপতি গাব্রিয়েল বরিচ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রপতির সতর্কবার্তা, দেশ অত্যন্ত বড় মাপের এক ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চিলির উপকূলবর্তী বিভিন্ন শহর। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। পর্যটকদের কাছে আকর্ষণীয় দুই তটবর্তী শহর ভিনা ডেল মার এবং ভালপারাসিও-র উপকন্ঠে বেশ কয়েকদিন আগে শুরু হয়এছিল এই দাবানল। ক্রমশ তা ছড়িয়ে পড়ে। ভালপারাসিও-র গভর্নর রড্রিগো মুন্দাচা, ভিনা ডেল মার, কিলপুয়ে, ভিলা আলেমানা এবং লিমাচে জনপদে কার্ফিউ জারির কথা ঘোষণা করেছেন। কিলপুয়ের মেয়র জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪০০ বাড়ি।
  • Link to this news (আজকাল)