• আবারও বাজবলই কাল, দ্বিতীয় টেস্ট জয়ের মুখে ভারত
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনামে দ্বিতীয় টেস্ট জয়ের মুখে ভারত। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ১৯৪। লাঞ্চের পর বেন স্টোকসের রানআউট টেস্টের ভাগ্য গড়ে দেয়। ভারতের জয় শুধুই সময়ের অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৯৯ রান প্রয়োজন ছিল স্টোকসদের। তৃতীয় দিনের শুরুতে ১ উইকেট হারিয়ে ৬৭ রান ছিল ইংল্যান্ডের। ক্রিজে ছিলেন জাক ক্রলি (২৯), রেহান আহমেদ (৯)। জয়ের জন্য ৩৩২ রান দরকার ছিল ইংল্যান্ডের। শুভমন গিলের শতরানে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর মতো টার্গেট সেট করে রোহিতরা।‌ উইকেট ক্রমশ যেভাবে স্লো হয়ে যাচ্ছিল, চতুর্থ দিনই টেস্ট শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিশেষজ্ঞরাও তেমনই জানিয়েছিলেন। হলও তাই। সোমবার প্রথম সেশনেই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। তারমধ্যে চার উইকেট স্পিনারদের দখলে। একটি বুমরার। তবে এর জন্য দায়ী বাজবল। এই স্টাইলই ডোবাচ্ছে ইংল্যান্ডকে। টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারাচ্ছে ব্রেন্ডন ম্যাকালামের দল। আগের দিন ২৮ রানে ফিরে গিয়েছিলেন বেন ডাকেট। এদিন শুরুতেই আউট হন নাইট ওয়াচম্যান রেহান আহমেদ। অলি পোপ (২৩), জনি বেয়ারস্টো (২৬) শুরুটা ভাল করেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ব্যর্থ জো রুটও (১৬)। মাত্র ৫৯ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। একমাত্র উইকেট আঁকড়ে পড়ে ছিলেন ক্রলি‌। নিজের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। মধ্যাহ্নভোজের ঠিক আছে আউট হন ছন্দে থাকা ইংল্যান্ডের ওপেনার। প্রথমে আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন রোহিত। সঠিক রিভিউ ছিল। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। ১৩২ বলে ৭৩ রান করে আউট হন ক্রলি। এরপর স্কোরবোর্ডে কোনও রান যোগ না করে ফিরে যান বেয়ারস্টোও। ক্রিজে ছিলেন ইংল্যান্ডের শেষ ব্যাটিং জুটি বেন স্টোকস এবং বেন ফোকস। পরিস্থিতি যা তাতে টেস্ট বাঁচাতে অবিশ্বাস্য ইনিংস খেলতে হত ইংল্যান্ডের অধিনায়ককে। কিন্তু এক রান নিতে গিয়ে নিজের মূল্যবান উইকেট খোয়ান স্টোকস। তাঁকে রান আউট করেন শ্রেয়স।‌ জয়ের জন্য এখনও ইংল্যান্ডের প্রয়োজন ১৬৭ রান। হাতে মাত্র ৩ উইকেট। সুতরাং টেস্ট সিরিজে সমতা ফেরানো শুধু সময়ের অপেক্ষা। যদিও ক্রিকেটে কখনও মিরাকেলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 
  • Link to this news (আজকাল)