• ৬৩ বন্দীর এইচআইভি পজেটিভ
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কারাগারে তারা, তার মধ্যেই শরীরে এইচআইভি এর উপস্থিতির কথা জানা গিয়েছে। ৬৩ জন বন্দীর দেহে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ঘটনাটি ঘটেছে লখনউ জেলা জেলে। জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে ওই জেলে স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় এই তথ্য প্রকাশ্যে আসে। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাদের শরীরে এইচআইভি ভাইরাস লক্ষ্য করা গিয়েছে, তাদের বেশিরভাগের মাদকাসক্তির ইতিহাস রয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, জেলের বাইরে কোনও সিরিঞ্জ, ইনজেকশন থেকেই তাদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। কারাগারে ঢোকার পর তাদের শরীরে এই ভাইরাস ঢোকেনি বলেই দাবি তাদের। পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ? জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকল আক্রান্তদের লখনউয়ের একটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা চলছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর বাড়ছে উদ্বেগ। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এইচআইভি সংক্রমণের ফলে গত কয়েক বছরে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।
  • Link to this news (আজকাল)