• লোকসভা নির্বাচনের প্রচারে ব্যবহার করা যাবে না শিশুদের, কড়া নির্দেশ কমিশনের...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে কোনোভাবেই ব্যবহার করা যাবে না শিশুদের। নির্দেশকা জারি করল নির্বাচন কমিশন। স্পষ্ট নির্দেশ পোস্টার, লিফলেট বা স্লোগান কোনো কিছুতেই জড়ানো যাবে না শিশুদের। প্রত্যেক রাজনৈতিক দলের কাছে কমিশনের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়। শিশুদের ব্যবহারে জিরো টলারেন্স- এই বার্তাই দেওয়া হয়েছে সেখানে। অন্যান্য বছরের প্রচার থেকে কমিশনের পর্যবেক্ষণ, প্রচারের সময় কোনো শিশুকে কোলে নেওয়া, গাড়িতে তোলা বা সমাবেশে এই সমস্ত পদক্ষেপ একেবারেই নেওয়া যাবে না। তবে, কোনো রাজনৈতিক দলের কর্মী তাঁর সন্তানকে নিয়ে উপস্থিত থাকতে পারে প্রচারে। সেই বিষয়ে আপত্তি জানায়নি নির্বাচন কমিশন।
  • Link to this news (আজকাল)