• গ্রেপ্তারিতে রাজভবনের হাত দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিজেকে 'দ্বিতীয় হেমন্ত' ঘোষণা চম্পাইয়ের ...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠটার প্রমাণ দিচ্ছেন চম্পাই সোরেন। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। চম্পাইয়ের দাবি, শাসক জোটের ৪৭ বিধায়কের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। সোমবার তারই প্রমাণ দিচ্ছেন তিনি। আস্থা ভোটে অংশ নিতে বিধানসভায় কড়া নিরাপত্তায় উপস্থিত হেমন্ত সোরেন। আস্থা ভোটেপর্বের আগে রাজ্যপালের পাশাপাশি বক্তব্য রাখেন হেমন্ত সোরেন, চম্পাই সোরেন। সোমবার তাঁর গ্রেপ্তারিতে রাজভবনের জড়িত থাকার অভিযোগ তুলেছেন হেমন্ত। তিনি অভিযোগ করেছেন গোটা ঘটনায় জড়িয়ে রয়েছেন সে রাজ্যের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সোমবার আস্থা ভোটের আগে তিনি সরাসরি রাজভবনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সঙ্গেই তিনি জানান, তিনি এবং তাঁর দল পরাজয় স্বীকার করেনি। তাঁকে কারাগারে রেখে জয় পাওয়া যাবে না বলেও তিনি দাবি করেছেন। জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেপ্তারের পর এদিন হেমন্ত বলেন, তাঁর বিরুদ্ধে প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অন্যদিকে নিজেকে দ্বিতীয় হেমন্ত বলে ঘোষণা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তিনি বলেন, "আজ গোটা দেশ দেখছে হেমন্ত সোরেনের প্রতি কতটা অবিচার করা হচ্ছে৷ আপনি যদি যে কোনও গ্রামে যান, আপনি প্রতিটি ঘরে ঘরে হেমন্ত সোরেনের পরিকল্পনা দেখতে পাবেন।"
  • Link to this news (আজকাল)