• ঝাড়খণ্ডে আস্থাভোট, কড়া নিরাপত্তায় বিধানসভায় হেমন্ত
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন চম্পাই সোরেন। সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় নিজের শক্তিপ্রমাণ করতে হবে তাঁকে। আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য সোমবার সকালেই কড়া পুলিশি নিরাপত্তায় সেখানে পৌঁছেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন হেমন্ত সোরেন। গ্রেপ্তারির আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। হেমন্তের ইস্তফা এবং চম্পাই সোরেনের শপথের মাঝের কয়েকঘন্টা কোনও সরকার ছিল না সে রাজ্যে। চম্পাই সোরেন শপথ গ্রহনের সময় জানিয়েছিলেন জেএমএম, আরজেডি কংগ্রেস জোটের ৪৭ বিধায়ক রয়েছেন তঁর সমর্থনে । রাজ্যপালের কাছে বিধায়কদের রোলকলের একটি ভিডিও দেখিয়েছিলেন তিনি। সোমবার বিধানসভায় প্রমাণ দেবেন তাঁর সমর্থনের। বিধানসভার এই আস্থা ভোটে হাজির থাকার আর্জি জানিয়েছিলেন খোদ হেমন্ত সোরেন। রাঁচীর বিশেষ আদালত তাঁর আর্জি মঞ্জুর করে। সোমবারের আস্থা ভোটকে চম্পাই সরকারের জন্য লিটমাস টেস্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। ঝাড়খণ্ডের শাসক জোটের বিধায়ক সংখ্যা ৪৭। তবে ইতিমধ্যেই এক বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে নজর আস্থা ভোটের ফলাফলের দিকে।
  • Link to this news (আজকাল)