• ‌জেলে ভাল ব্যবহার, ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মনুয়া...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সংশোধনাগারে ভাল ব্যবহারের জন্য ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন স্বামীকে খুন করে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মনুয়া মজুমদার। পরিবারের সঙ্গে দেখা করেই ফের তাঁকে ফিরতে হবে জেলে।প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে সংশোধনাগারে রয়েছেন মনুয়া। জামিনের আবেদন খারিজ হয়েছে আগেই। তবে এবার প্যারোলে ছাড়া পেয়েছেন উত্তর ২৪ পরগনার বারসতের মনুয়া। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে সোমবার দুপুরে প্রথমে বারাসাত থানায় আসেন মনুয়া। থানা থেকে মনুয়াকে নিয়ে যাওয়া হয় তাঁর বাপের বাড়িতে। এটা ঘটনা ২০১৭ সালের ২ মে রাতে বারাসতের হৃদয়পুরে নিজের স্বামী অনুপমকে খুন করায় মনুয়া। ২০১৯ সালের জুলাইয়ে বারাসত আদালতের চতুর্থ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক বৈষ্ণব সরকার মনুয়া এবং তাঁর প্রেমিক অজিতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। ২০২১ সাল থেকে তাঁর ঠিকানা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার। 
  • Link to this news (আজকাল)