• চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। আর প্রথম দিনেই নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার বিধানসভা চত্বর। বিধানসভার একেবারে সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ন্যায্য চাকরির দাবিতে তাঁরা এই অভিযান করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে চান। কিন্তু শেষপর্যন্ত টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের ভ্যানে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশন। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী। বসানো হয়েছে ব্যারিকেড। নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক বা মন্ত্রীদেরও সচিত্র পরিচয়পত্র দেখিয়ে বিধানসভার ভেতরে ঢুকতে হবে। একইসঙ্গে বিধানসভার সামনেও মোতায়েন করা হয়েছে বিরাট সংখ্যক পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাইরে এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে চাকরিপ্রার্থীরা বিধানসভার একেবারে সামনে চলে এলেন।
  • Link to this news (আজকাল)