• সিএনজি-সংকট, সপ্তাহের শুরুর দিনে অবরুদ্ধ রুবির মোড়
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিএনজি সংকটে গাড়ি চালকরা। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন পেট্রোল পাম্পের কাছে, তার পরেও মিলছে না সিএনজি। যে কয়েকটি পাম্পে সিএনজি পাওয়া যায়, সেখানে গেলেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরেও অনেক সময় মেলেনা। এবার প্রতিবাদে রুবি মোড়ে পেট্রোল পাম্পে বিক্ষোভ গাড়ি চালকদের। সপ্তাহের প্রথম দিনই, দিনের প্রথমভাগে চলে বিক্ষোভ। নিজেদের দাবি জানিয়ে পথ অবরোধ করেন তাঁরা। রাস্তার মাঝে দাঁড় করিয়ে দেওয়া হয় গাড়ি। বিক্ষোভ দেখান অটোচালকরাও। প্রায় ২ ঘণ্টা পথ অবরোধ ছিল। কার্যত অবরুদ্ধ ছিল ইএম বাইপাস। অফিস যাওয়ার পথে বাধা পেয়ে কার্যত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের কেউ যাচ্ছিলেন কলেজে, কেউ অফিসে। তাঁদের বক্তব্য, আলোচনা করে সমস্যা সমাধানের পরিবর্তে, এভাবে রাস্তা অবরোধ করায় সমস্যায় পড়ছেন সকলে।
  • Link to this news (আজকাল)