• স্বস্তিতে সরকার, ঝাড়খণ্ডে আস্থাভোটে জয়ী চম্পাই
    আজ তক | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • ঝাড়খণ্ডের রাজনৈতিক অস্থিরতা (Jharkhand) আপাতত মিটল। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। আজ অর্থাত্‍ সোমবার আস্থাভোটে চম্পাই সোরেনের পক্ষে পড়ল ৪৭টি ভোট ও বিরোধীদের দিকে গেল ২৯টি ভোট।  ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪১। এর আগেও চম্পাই সোরেন জানিয়েছিলেন, ঝাড়খণ্ড মুক্তিমোর্চার পক্ষে রয়েছেন ৪৭ জন বিধায়ক। তা বেড়ে পঞ্চাশও হতে পারে। 

    বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন হেমন্ত

    জমি দুর্নীতি মামলায় হেমন্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হেমন্ত। বুধবার গ্রেফতার করা হয় হেমন্তকে। বৃহস্পতিবার তাঁকে রাঁচির PMLA বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। তবে আজ আস্থাভোটে বিধানসভায় হাজির ছিলেন হেমন্ত সোরেন। তাঁর গ্রেফতারিতে রাজভবনে হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন হেমন্ত। বলেন, '৩১ জানুয়ারি রাতে দেশে প্রথম বার এক জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল। আমি বিশ্বাস করি রাজভবন এই ঘটনার সঙ্গে যুক্ত।' বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, 'যদি তাদের সাহস থাকে, তবে যে জমিতে আমার নাম নথিভুক্ত হয়েছে, তার নথি দেখাক। যদি (দুর্নীতি) প্রমাণিত হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।'

    হেমন্ত আরও বলেন, 'এরা ভাবে, আমাকে জেলে ভরে উদ্দেশ্য সফল হবে। এটা ঝাড়খণ্ড। দেশের এমন রাজ্য, যার প্রতি কোণে আদিবাসী, দলিতেরা আছেন। রক্তের বিনিময়ে তাঁরা লড়াই করেছেন। আদিবাসীদের জোর এত কম নয়। তিনি না কেঁদে কান্না জমিয়ে রাখছেন বলেও দাবি করেছেন হেমন্ত। এদের কাছে আদিবাসীদের চোখের জলের কোনও দাম নেই।'

    শপথ চম্পাই সোরেনের

    গত ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন।  যদিও রাজ্যপাল জানান, আগামী ১০ দিনের মধ্যে চম্পাইকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। চম্পাইয়ের কাছে যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তার প্রমাণে, বিধায়কদের দাঁড় করিয়ে নম্বর তাঁদের নিজেদের মুখ দিয়ে বলিয়ে একটি ভিডিও সম্প্রতি রাজ্যপালের কাছে পাঠান চম্পাই।  বিধায়ক যাতে কেনাবেচা না হয়, তার জন্য সব বিধায়ককে হায়দরাবাদে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। বিধায়ক কেনাবেচার আশঙ্কায়  ৩৯ জন বিধায়ককে দু’টি চার্টার্ড বিমানে কংগ্রেস শাসিত তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের কোনও রিসর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় বৃহস্পতিবার। 
  • Link to this news (আজ তক)