• সিএনজি সংকটের জেরে রুবিতে অবরোধ
    দৈনিক স্টেটসম্যান | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • কলকাতা, ৫ ফেব্রুয়ারি: নজিরবিহীন ঘটনা। সিএনজি সংকটের জেরে রুবি মোড়ে অবরোধ করলেন গাড়ি চালকরা। প্রচুর গাড়ি, অটো ও ট্যাক্সিচালকরা এই অবরোধে সামিল হন। ফলে অফিস টাইমে অবরুদ্ধ হয়ে পড়ে রুবি সহ গোটা বাইপাস। ইএম বাইপাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকালে পেট্রল পাম্পে লম্বা লাইনের প্রতিবাদে এই অবরোধ করেন চালকরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যান ট্রাফিক চালকরা। তাঁরা উপায় না পেয়ে অন্য একটি রাস্তাকে বিকল্প হিসেবে ব্যবহার করে। গাড়িগুলিকে সায়েন্স সিটি ও উল্টোডাঙার দিকে গাড়িগুলিকে পাস করানো হয়। এভাবে ট্রাফিক ব্যবস্থা সচল রাখা হয়।
    অবরোধকারীদের অভিযোগ, ইদানিং সিএনজি পেতে খুবই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। কখনও কখনও পেট্রল পাম্পে লম্বা লাইন পড়ছে। সেই লাইন ঠেলে সিএনজি পেতে ৮ ঘণ্টা কেটে যাচ্ছে। অথচ সিএনজি মিলছে না। বিক্ষুব্ধ চালকরা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা এই সমস্যার সুরাহা চেয়েছেন। পরে পুলিশের আশ্বাস মিলতেই অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ চালকরা। তবে যানজট এখনও অব্যাহত। এব্যাপারে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হবে আরও কিছু সময় লাগতে পারে বলে সূত্রের খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)