• রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপন বীরযোদ্ধাদের, জেলেনস্কির পাশেই পড়ল গোলাগুলি...
    ২৪ ঘন্টা | ০৫ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রোবোতিয়েন গ্রামে যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রবিবার তিনি এই সফর করেছেন। সফরকালে তাঁর কাছাকাছি জায়গায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জেলেনস্কির মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি রোবোতিয়েন, রুশ বাহিনীর সঙ্গে লড়াই চলছে সেখানে। তুলনামূলক ভাবে এর অনেকটা কাছেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি বলেছেন, তিনি এই পরিস্থিতিকে মোটেই নাটকীয় ভাবে উপস্থাপন করবেন না!ওদিকে সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি বলেন, রোবোতিয়েনে ৬৫তম সাঁজোয়া ব্রিগেডের অবস্থান। সেখানে দেশ রক্ষায় নিয়োজিতদের সঙ্গে আমি কথা বলেছি। তাঁদের ধন্যবাদ জানিয়েছি। তাঁদের রাষ্ট্রীয় পদকে ভূষিতও করেছি। ফেসবুকে দেওয়া এক ভিডিয়োতে প্রেসিডেন্ট জেলেনস্কিকে সামরিক পোশাকে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে।সেনাদের উদ্দেশে এদিন জেলেনস্কি বলেন, আপনাদের পুরস্কৃত করতে আজ এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। কারণ, শত্রুকে প্রতিহত করা এবং এই যুদ্ধে জয়লাভ করার মতো একটি কঠিন একটি কাজে আপনারা নিয়োজিত।
  • Link to this news (২৪ ঘন্টা)