জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে একটি অপ্রত্যাশিত ধাক্কা খায় রহিত-ব্রিগেড। কিন্তু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পরের ম্যাচেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সমতা পুনরুদ্ধার করেছে। বিশাখাপত্তমের ডঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি ACA-VDCA স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়েছে ভারত।প্রথম ইনিংসে ভারত ৩৯৬ রান করে। এর মধ্যে ২০৯ করেন যশস্বী জয়সওয়াল একাই। এরপরেই ইংরেজদের মাত্র ২৫৩ রানে শেষ করে দেয় ভারত। জসপ্রীত বুমরাহ একাই শেষ করে দেন। মাত্র ৪৫ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
ভারতের ব্যাটিং ইউনিট দ্বিতীয় ইনিংসে ইংরজদের সামনে ভেঙে পড়ে। যদিও এরই মাঝে শুভমন গিল সেঞ্চুরি তাদের ২৫০ রানের দিকে ঠেলে দেয়। কিন্তু ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ২৯২ রানে গুটিয়ে যায়।এই ইনিংসেও আবার, বুমরাহ তিনটি উইকেট তুলে নিয়ে বজবলের পতনের আয়োজন করেছিলেন। রবিচন্দ্রন অশ্বিনও তার টেস্ট ট্যালিতে তিনটি উইকেট যোগ করেছিলেন। অশ্বিন টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র একটি উইকেট দূরে রয়েছেন।সকালের সেশনে, অশ্বিন ২ উইকেট নেন। তিনি মোট ৭২ রান দিয়ে ৩ উইকেট পান এবং কুলদীপ যাদব (১/৬০) এবং অক্ষর প্যাটেল (১/৭৫) প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে ভারতকে পাঁচ উইকেট তুলে দেন।ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ১১ রান করে রান আউট হন। জসপ্রীত বুমরাহ বেন ফোকসকে ৩৬ রানে এবং টম হার্টলিকে ৩৬ রানে প্যাভিলিয়নে ফেরান। পাশাপাশি মুকেশ কুমার শোয়েব বশিরকে শূন্য রানে ফিরিয়ে দেন।অশ্বিন এই ম্যাচে তিন উইকেট নেওয়ার পরে তাঁর ৫০০ টেস্ট উইকেট পূর্ণ করতে আর মাত্র এক উইকেট বাকি। যদিও পাশপাশি বল হাতে নজর কেড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ৪১ বছরের জেমস অ্যান্ডারসনও।জ্যাক ক্রাওলি ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন। তিনি ১৩২ বলে ৭৩ রান করেন। তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের রান ছিল এক উইকেটে ৬৭ রান।এই সিরিজের পরের ম্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে। সেই ম্যাচে বিরাট কোহলি দলে ফিরবেন বলে শা করা হচ্ছে। পাশাপাশি চোট সারিয়ে দলে ফেরার সম্ভাবনা রয়েছে কেএল রাহুলের এবং রবীন্দ্র জাদেজারও।