মাধ্যমিক পরীক্ষা। সোমবার ছিল ইতিহাস। তাই রবিবার রাতে খাবার খাওয়ার পরও গভীর রাত পর্যন্ত পড়েছিল ভাতারের বালসিডাঙা এলাকার বাসিন্দা ভাতার বয়েজ স্কুলের ছাত্র অর্জুন মাজি। তারপর ভোর রাতে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ পায়ে ভীষণ জ্বালা শুরু করে। চোখ খুলেই সে দেখে ঘরের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে সাপ! শুধু লেজটুকুই দেখতে পেয়েছিল সে। তড়িঘড়ি বাড়ির লোক তাকে নিয়ে যায় হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। রাত পেরিয়ে ভোর হয়। জ্ঞান ফেরে ছাত্রের। এরপর বায়না জুড়ে দেয় পরীক্ষা দেওয়ার জন্য। তাতে সম্মতি দেন চিকিৎসকরাও। সাপের কামড় খাওয়ার পরও হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। প্রবল মনোবলের পরিচয় দিল ভাতার বয়েজ স্কুলের ছাত্র অর্জুন মাজি।