• Kolkata Police: হাত আরও লম্বা হচ্ছে কলকাতা পুলিশের, রাজ্যমন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Khiyadah and Atghara will be under the control of Kolkata Police:

    ভাঙড়ের পর এবার দক্ষিণ ২৪ পরগানই আরও কিছুটা অংশ কলকাতা পুলিশের আওতায় আসছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানাকে ভেঙে তিনটি থানা করা হবে। এর মধ্যে নরেন্দ্রপুর থানা থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের অন্তর্গত। নবনির্মিত খেয়াদহ এবং আটঘরা থানার নিয়ন্ত্রণ থাকবে লালবাজারের অধীনে। এতদিন এই দুই জায়গাই ছিল নরেন্দ্রপুর থানার মধ্যে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)