ঈশান কিষান যেন পিছু ছাড়ছে না কোচ রাহুল দ্রাবিড়ের। ইংল্যান্ডকে ১০৬ রানে দুরমুশ করার দিনেও কোচকে ধাওয়া করল ঈশান কিষান প্রশ্ন। গত নভেম্বর থেকেই ঈশান জাতীয় দলের হয়ে আর খেলেননি। দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যেই মানসিক ক্লান্তির কথা বলে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন। যা মঞ্জুর করে টিম ইন্ডিয়া। এর পরে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়েও খেলতে দেখা যায়নি তারকাকে।