• Ravichandran Ashwin: কাড়া হল অশ্বিনের ৫০০তম উইকেট! মাঠেই ঝামেলায় রোহিতরা, জয়ের মঞ্চেও হাজির বিতর্ক, দেখুন ভিডিও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • স্মরণীয় জয় পেল ভারত। ইংরেজদের দুরমুশ করে ১০৬ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সোয়াল-শুভমান গিলের মত তরুণ তুর্কিরা যেমন জয়ের প্রধান রূপকার। তেমন জয়ের কারিগর বুমরা-অশ্বিনও। বুমরা দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট দখল করলেন। ম্যাচের সেরাও তিনি। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে-বলে জয়ে অবদান রাখলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে অশ্বিনের লোয়ার অর্ডারে দৃঢ়চেতা ব্যাটিং ভারতের লিড ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে সাহায্য করেছিল। তারপর বল হাতেও দ্বিতীয় ইনিংসে তুললেন ৩ উইকেট।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)