• PM Modi: ‘কংগ্রেসের দোকান বন্ধের সময় এসেছে’, লোকসভায় বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Modi in Lok Sabha:

    সংসদের বাজেট অধিবেশনে লোকসভায় জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবী ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সংসদে সেঙ্গলের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। বিপক্ষ দীর্ঘ সময় বিপক্ষই থাকবে। কারণ, ভোটে লড়ার মনোবলই হারিয়ে ফেলেছেন বিরোধীরা। বিরোধীদের অবশ্যই জবাব দেবে জনতা। বিরোধীরা থাকবেন বিরোধীর আসনেই। কারণ, তাঁরা লড়ার ইচ্ছেই হারিয়ে ফেলেছেন।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)