• ঝাড়খণ্ডে রাহুল, সাক্ষাৎ হেমন্ত পত্নী কল্পনার সঙ্গে
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে আজ আস্থা ভোটে জয় এসেছে চম্পাই সোরেনের দিকে। হেমন্ত সোরেনকে জমি দূর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করার পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন চম্পাই। এদিকে এই সময়ে ঝাড়খণ্ডে ন্যায় যাত্রা রাহুলের। সোমবার সকাল থেকেই একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। রবিবার সিধু-কানহু মাঠে রাত্রিবাসের পর রামগড় জেলা থেকে রাহুল গান্ধী এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন। সোমবার একাধিক কর্মসূচি এবং মধ্যাহ্নভোজের বিরতির পর রাহুলের যাত্রা পৌঁছয় রাঁচীর শহিদ ময়দানে। শহিদ ময়দানে বক্তব্য রাখার আগেই কল্পনা সোরেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ততক্ষণে ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে বিধানসভার আস্থা ভোটের। জানা গিয়েছে বিধায়করা ভরা রেখেছেন চম্পাই সোরেনের ওপরেই। সোমবারেই বিধানসভায় দাঁড়িয়ে হেমন্ত সোরেন তাঁর গ্রেপ্তারিতে রাজভবন যোগের কথা বলেছেন। সঙ্গেই বলেছেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে ন্যায় যাত্রার কর্মসূচির সময় গাড়ি থেকে নেমে এক কয়লা শ্রমিকের সাইকেল নিয়ে যাওয়ার কাজে হাত লাগালেন রাহুল গান্ধী। সোমবার রাঁচি যাওয়ার সময় কংগ্রেস নেতা কিছু শ্রমিককে সাইকেলে করে কয়লা নিয়ে যেতে দেখেন। গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন বেশ কিছুক্ষণ। তারপর একজনের সাইকেল নিয়ে বেশ কিছুটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান। প্রায় ২০০ থেকে ২৫০ কেজি কয়লা নিয়ে বেশ কিছুটা পথ সাইকেল নিয়ে এগোন রাহুল গান্ধী। কংগ্রেসের তরফে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রতিদিন এই সমস্ত শ্রমিকরা যে পরিমাণে পরিশ্রম করেন তার তুলনায় তাদের পারিশ্রমিক অনেকটাই কম। পরিশ্রম বিচার করে টাকার পরিমাণটাও বাড়ানো উচিত’।
  • Link to this news (আজকাল)