• ‌বন্ধ হয়ে গেল মালবাজারের সাইলি চা বাগান
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ বন্ধ হয়ে গেল মালবাজারের সাইলি চা বাগান। বেতন সমস্যার জেরে। প্রসঙ্গত, ডুয়ার্সের ডামডিম মোড় থেকে গরুবাথানগামী রাস্তার পাশেই রয়েছে সাইলি চা বাগান। স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মিলিয়ে বাগানে কাজ করেন প্রায় ১৪০০ শ্রমিক। এক সময় ডুয়ার্সের ভাল চা উৎপাদিত হতো এই চা বাগানে। শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধা প্রদানের সমস্যা ছিল না। কিন্তু পরিস্থিতির বদল ঘটে দ্রুত। বিগত দু’‌দশক ধরে নানান সমস্যার মধ্যে দিয়ে চলেছে এই চা বাগান। বকেয়া মজুরির জন্য শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকবার বন্ধও হয়েছিল এই চা বাগান। বিগত দুর্গাপুজার সময়ও একই মালিকানাধীন মাল বাজারের সাইলি এবং নাগরাকাটার নয়া সাইলি চা বাগান বোনাস ইস্যুতে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর বাগান খুললেও বেতন অনিয়মিত হয়ে পড়েছিল বলে শ্রমিকদের অভিযোগ। সোমবার জানুয়ারি মাসের বকেয়া এক পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল। কিন্তু মজুরি দেওয়ার দিনেই বন্ধ হয়ে গেল সাইলি চা বাগান। ফলে কর্মহীন হয়ে পড়ল বাগানের ১৪০০ শ্রমিক। জানা গেছে, চলতি মাসের শুরুতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকরা। এরপর শ্রমিক আন্দোলনের জেরে চা বাগান কর্তৃপক্ষ ৫ ফেব্রুয়ারি ও ৭ ফেব্রুয়ারি বকেয়া মজুরি দুই কিস্তিতে দেবে বলে বিজ্ঞপ্তিও দিয়েছিল। এরপরই শ্রমিকরা শনিবার কাজে যোগ দেয়। রবিবার ছুটির দিন ছিল। সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন, কারখানার গেটে ‘‌সাসপেনশন অফ ওয়ার্ক’‌ এর নোটিশ ঝুলছে। বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারেরাও বাগান ছেড়ে চলে গেছে। এতেই প্রচন্ড ক্ষুব্ধ হন শ্রমিকরা। বাগান খোলার দাবিতে তারা বিক্ষোভ দেখান। 
  • Link to this news (আজকাল)